এশিয়া
বিদেশে এখন
0

মানবেতর জীবন কাটাচ্ছেন পশ্চিমবঙ্গের ফুল চাষিরা

গেল কয়েকদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গে টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে চাষের-জমি, নষ্ট হচ্ছে শাক-সবজি। এতে মানবেতর জীবন কাটাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের ফুল বিক্রেতারা।

বৈরি আবহাওয়ার কবল থেকে রক্ষা পাননি তারা। তাই ফুল বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। একদিকে অসহ্য গরম, অন্যদিকে টানা বৃষ্টির কারণে এবার ব্যাপক ক্ষতির মুখে পশ্চিমবঙ্গের কলকাতাসহ অন্যান্য জায়গার ফুল চাষিরা। বৈরি আবহাওয়ার কারণে উৎসব-অনুষ্ঠানে ভাটা পড়ায় কমে গেছে বেচাকেনা।

বিক্রেতারা বলছেন, ফুল বিক্রির আয় দিয়েই তাদের সংসার চলে। কিন্তু গত একসপ্তাহ ধরে গোলাপ, রজনীগন্ধা, গাদাসহ অন্যান্য ফুলের বিক্রি কমেছে।

তাদের অভিযোগ, ফুল সংরক্ষণের ব্যবস্থা না থাকায় প্রচুর ফুল ফেলে দিতে হচ্ছে। এতে করে লাভ তো দূরের কথা মূলধন তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর