রোদে ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রান্তিক চাষীরা। প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। তাই জমির ফসল ভালো রাখতে দিতে হচ্ছে বাড়তি সেচ। গুণতে হচ্ছে অতিরিক্ত খরচ।
একজন চাষী বলেন, 'গরমে সবজি, ধানের ক্ষতি হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে পাটের। তাপপ্রবাহ এতো যে মাঠে আসার মতো পরিস্থিতি নেই আমাদের।'
গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের কলকাতাসহ একাধিক জেলায় তাপমাত্রার পারদ উঠানামা করছে ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। তবে ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। এ পরিস্থিতিতে আগেভাগে ধান কেটে গোলায় তোলায় ব্যস্ত সেখানকার চাষীরা।
চাষীরা বলছেন এই সময় ধান কাটাতে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ রুপি দিতে হয় শ্রমিকদের আর বিঘা হিসেবে মজুরি দিতে হয় ৪ হাজার টাকা। সবমিলিয়ে ১ বিঘা জমিতে ধান চাষে খরচ হয় ১০ থেকে ১২ হাজার রুপি। আর বিক্রিও হয় প্রায় একই দরে। এতে অনেক চাষী লাভ তো দূরের কথা উল্টো ক্ষতির মুখে পড়েন।
গরীব এসব কৃষকদের অভিযোগ, প্রতি ৫ বছর পরপর ভোট আসে তবে তাদের ভাগ্য পরিবর্তন হয় না কোো বারই ।