এশিয়া
বিদেশে এখন
0

মিয়ানমারে জান্তা প্রধানের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা

মিয়ানমারের নেইপিদোতে জান্তা প্রধানের বাসভবন, সেনাবাহিনীর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিয়ানমারের রাজধানী নাইপিদোতে এ ঘটনাটি ঘটে।

নেইপিদো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আয়ে লার সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে একজোট হয়ে এই হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে।

এই ঘটনায় ১৩টি ড্রোনের মধ্যে ৪টি বিস্ফোরকবাহী ছিল বলে দাবি জান্তা সরকারের। যদিও হামলাকারীদের দাবি, তারা ২৮টি ড্রোন ব্যবহার করেছে। প্রস্তুতি ছিল ৫ মাসের।

এরমধ্যে চারটি ড্রোন ব্যবহার করা হয়েছে জান্তা সরকার প্রধানের বাসভবনে হামলার জন্য।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর