এশিয়া
বিদেশে এখন
0

সেনা-শাসিত মিয়ানমারে নির্বাচনের পরিকল্পনা

সেনা-শাসিত মিয়ানমার নির্বাচনের পরিকল্পনা করছে। তবে দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা এলেই কেবল এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিন্তু সেই নির্বাচন দেশজুড়ে অনুষ্ঠিত নাও হতে পারে। সোমবার (২৫ মার্চ) মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং এই তথ্য জানিয়েছেন।

দেশটির বেশিরভাগ অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর ক্রমবর্ধমান সংঘাতের মাঝে আগামী নির্বাচন নিয়ে নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন মিন অং হ্লেইং। তিন বছর আগে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করে সামরিক বাহিনী।

দেশটি এখনও গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরার পরিকল্পনা করছে বলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন মিন অং হ্লেইং।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর