এশিয়া
বিদেশে এখন
0

রোহিঙ্গাদের সেনাবাহিনীতে নিচ্ছে মিয়ানমার

রোহিঙ্গাদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। শঙ্কা বাড়ছে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করবে সেনাবাহিনী।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধকবলিত রাখাইনের বিভিন্ন গ্রাম আর সহিংসতায় উদ্বাস্তু এক লাখ অভ্যন্তরীণ শরণার্থীর ক্যাম্প থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে রোহিঙ্গাদের।

এরইমধ্যে দুই সপ্তাহের প্রশিক্ষণের জন্য সামরিক ঘাঁটিতে নেয়া হয়েছে কমপক্ষে ৪০০ রোহিঙ্গাকে। আরও ৩০০ রোহিঙ্গার নাম রয়েছে পরের তালিকায়।

বিদ্রোহীদের সমন্বিত অভিযানে নাকাল মিয়ানমার সেনা বা জান্তা লোকবল সংকট নিরসনে সম্প্রতি সেনাবাহিনীতে দেশের তরুণ জনগোষ্ঠীর নিয়োগ বাধ্যতামূলক করে আইন কার্যকর করে।

এসএস