এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানে ৯৩টি আসনের ফলাফল ঘোষণা

পাকিস্তানের ১৬তম জাতীয় নির্বাচনের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। নির্বাচন কমিশনের সবশেষ তথ্যমতে, ৯৩টি আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৩৬টি আসন।

আর দলীয় প্রতীক না পেয়ে ইমরান খানের দল পিটিআই-এর প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে লড়ছেন। ৩১টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ ১৮টি আসন পেয়েছে।

অন্যদিকে বেসরকারি ফলে ১৯৯টি আসনের মধ্যে স্বতন্ত্ররা ৮৫টি আসন পেয়েছেন। ৫৯টি আসন পেয়েছে মুসলিম লীগ, পিপিপি পেয়েছে ৪৪টি আসন। লাহোরের আসনে জয় পেলেও মানসেরার আসনে নওয়াজ শরীফ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন।

ভোটগ্রহণের একদিন পেরিয়ে গেলেও মাত্র এক-চতুর্থাংশ আসনের ফল প্রকাশ করায় কারচুপির আশঙ্কা করছে পিটিআই। ফল ঘোষণায় দেরি হওয়ার কারণ হিসেবে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধকে দুষছে দেশটির নির্বাচন  কমিশন।