যুদ্ধ , এশিয়া
বিদেশে এখন
0

বিদ্রোহীদের দখলে মিয়ানমারের সীমান্তের দুই শহর

তীব্র সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারায় সেনাবাহিনী

মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ সীমান্তবর্তী দু'টি শহর এখন বিদ্রোহী আরাকান আর্মির দখলে। কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর ম্রাউক ইউ এবং কিয়াউকতাও শহরের নিয়ন্ত্রণ হারায় সেনাবাহিনী। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জানায়, সেনাবাহিনীর দু'টি ব্যাটেলিয়নের প্রধান কার্যালয় দখল করেছে বিদ্রোহীরা।

এর আগে গেল মঙ্গলবার আরেকটি ব্যাটেলিয়নের প্রধান কার্যালয়ও নিয়ন্ত্রণে নেয় তারা। আরাকান আর্মি জানায়, ম্রাউক ইউয়ের প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও শহরের আবাসিক এলাকা আর পাশের গ্রামে হামলা চালাচ্ছিল ব্যাটেলিয়ন তিনটি। এছাড়া মিনবিয়া শহরের সামরিক ঘাঁটি আর বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহরের তং পিও নিরাপত্তা চৌকিও দখল নিয়েছে বিদ্রোহীরা। আকাশ ও নৌপথ থেকে সেনাবাহিনীর বোমাবর্ষণের মধ্যেই সংঘর্ষ চলছে রাথেডং, পন্নাগিউন, রামরি ও অ্যান শহরে। এ পর্যন্ত উত্তরাঞ্চলে অর্ধশত অঞ্চল থেকে সেনাবাহিনীকে উৎখাত করেছে বিদ্রোহীরা।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর