এশিয়া
বিদেশে এখন
0

পানির নিচ দিয়ে পরমাণু হামলা চালাতে পারে উঃ কোরিয়া

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া আর জাপানের মহড়ার প্রতিবাদে পানির নিচ দিয়ে হামলায় সক্ষম পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলে সমুদ্রের নিচে পরমাণু অস্ত্রবাহী ড্রোন পরীক্ষা করেছে পিয়ংইয়ং। এই ঘটনাকে উস্কানি হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়া।

গেল বছর রেকর্ড সংখ্যক পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। চলতি বছরের শুরু থেকেই একের পর এক অস্ত্র পরীক্ষা করে যাচ্ছে পিয়ংইয়ং। সাম্প্রতিক সময়ে কোরিয় উপদ্বীপে বিরাজ করছে চরম অস্থিরতা। এই অঞ্চলে সমুদ্রসীমায় সামরিক মহড়া চালাচ্ছে তিন দেশ।

ক্ষিপ্ত হয়ে এবার পানির নিচ দিয়ে হামলা করতে সক্ষম পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে কিম জং উন প্রশাসন। উত্তর কোরিয়া জানায়, আগেও ‘হায়েলি ফাইভ টু থ্রি’ অস্ত্র পরীক্ষা করা হয়েছে। চলতি সপ্তাহেই কঠিন জ্বালানিবাহী মধ্যমপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।

শুক্রবার (১৯ জানুয়ারি) উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, ওয়াশিংটন, সিউল আর টোকিও এই মহড়ার মধ্য দিয়ে পরিস্থিতি আরও উস্কে দিচ্ছে। যে কারণে পানির নিচ দিয়ে হামলায় সক্ষম অস্ত্র পরীক্ষা করা হচ্ছে। মহাকাশে সফলভাবে স্পাই স্যাটেলাইটও পাঠিয়েছে পিয়ংইয়ং।

গত বছর অনেকবার কোরিয় উপদ্বীপে সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া আর জাপান। এর বিপরীতে বেড়েছে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়ানো কার্যক্রম। গেল বছরই কয়েকটি পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং। সঙ্গে ছিল নতুন আরও অনেক সমরাস্ত্র, সব পদক্ষেপই জাতিসংঘের নীতি পরিপন্থী।

কিম জং উন আগে থেকেই সতর্ক করেছেন, যুদ্ধের প্রস্তুতি নিয়েই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া। যেকোন সময় যুদ্ধ শুরু হতে পারে এই উপদ্বীপে। চলতি বছরই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উত্তর কোরিয়া।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর