এশিয়া
বিদেশে এখন
0

বিশ্বে ৭০ হাজার কিলোমিটার পাইপলাইন নির্মাণাধীন

বিশ্বব্যাপী ৭০ হাজার কিলোমিটার প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন নির্মাণাধীন আছে। এই পাইপলাইনগুলোর নির্মাণ ব্যয় ১৯ হাজার ৪০০ কোটি ডলার।

পশ্চিমা বিশ্ব থেকে এশিয়া, প্রাকৃতিক গ্যাসের চাহিদা সারাবিশ্বে বরাবরই তুঙ্গে। স্যান ফ্রান্সিস্কোভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল এনার্জি মনিটরের তথ্য অনুযায়ী, পশ্চিমা বিশ্বে প্রাকৃতিক গ্যাসের চাহিদা তুঙ্গে থাকলেও সবচেয়ে বেশি পাইপলাইন এশিয়ায় নির্মিত হচ্ছে।

গবেষণা প্রতিবেদন বলছে, সারাবিশ্বে যে পরিমাণ গ্যাস পাইপলাইন তৈরি হয়েছে এর মধ্যে এশিয়ায় ১১ হাজার ৭২০ কোটি ডলার মূল্যের পাইপলাইন তৈরি হয়েছে।

কয়লা থেকে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের দিকে ঝুঁকছে এই অঞ্চলের বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও ভারত। যে কারণে পাইপলাইন স্থাপনের প্রয়োজন পড়ছে অনেক বেশি। পাকিস্তানও পাইপলাইন তৈরি করে প্রাকৃতিক গ্যাস আমদানিতে জোর দিচ্ছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পাইপলাইন তৈরির পরিমাণ বেড়েছে ১৮ শতাংশ।

এশিয়ায় সর্বমোট ৫৭ হাজার ৬০০ কিলোমিটার পাইপলাইন তৈরি হচ্ছে। ইউরোপে নির্মাণাধীন আছে ৫ হাজার ৬০০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রে পাইপলাইন তৈরি হচ্ছে ৪ হাজার ৭০০ কিলোমিটার। এশিয়ার দেশগুলোতেই সবচেয়ে বেশি চলছে পাইপলাইন নির্মাণকাজ।

চীনে ১৫০ প্রকল্পের আওতায় ৩০ হাজার ৩০০ কিলোমিটারের পাইপলাইন নির্মিত হচ্ছে। আর ৮২০ কোটি ডলার খরচ করে রাশিয়া নির্মাণ করছে ২ হাজার ৯০০ কিলোমিটারের পাইপলাইন।