বহু ইতিহাসের সাক্ষী মুর্শিদাবাদের নিউ প্যালেস

0

১৬ বছর পর খুলে দেয়া হলো মুর্শিদাবাদের ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেস। পর্যটনের মৌসুমে পশ্চিমবঙ্গের আইন বিভাগ ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে নতুনভাবে আত্মপ্রকাশ করে ১২০ বছরের পুরনো এ ভবন।

১৮৯৭ সালে ভয়াবহ ভূমিকম্পে কেল্লা নিজামত চত্বরের তিনতলা প্রাসাদ ভেঙে পড়ে । সেখানেই ১৯০৩ সালে নিউ প্যালেস গড়ে তোলেন ওয়াসিফ আলি মির্জা। প্রথমে এর নাম রাখা হয় ভিক্টোরিয়া হাউস। পরে মায়ের পরামর্শে নিজের নামে প্রাসাদের নামকরণ করেন।

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় ওয়াসিফ মঞ্জিল। যা উদ্বোধনের কথা ছিল নতুন বছরের প্রথম দিন। পর্যটনের মৌসুম মাথায় রেখে তা খুলে দেয়া হয় ২৪ ডিসেম্বর। বছরের শেষদিন পর্যন্ত বিনামূল্যে প্রাসাদটি পরিদর্শন করতে পারবেন পর্যটকরা।

ব্রিটিশরা প্রাসাদটিকে ডাকতো নিউ প্যালেস নামে। এখানেই বাস করতেন নবাব ওয়াসিফ আলী মির্জা। ১৯৩০ সালে তিনি কলকাতায় চলে যান। ইতিহাসবিদদের মতে, তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লে, সরকার তার সম্পদ বাজেয়াপ্ত করে।

পরে সেখানে সপরিবারে বসবাস শুরু করেন মুর্শিদাবাদের ছোট নবাব সৈয়দ রেজা আলী মির্জা। ১৯৮০ সালের দিকে তারাও প্রাসাদটি ছেড়ে দেন। মূলত তারপর থেকে জাদুঘরে রূপ নেয় ওয়াসিফ মঞ্জিল। নবাবদের ব্যবহারের বিভিন্ন পণ্য ও সেই আমলের দলিল-দস্তাবেজ ইতিহাসের সাক্ষী হয়ে আছে।

২০০৭ সালে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের হাতে যাওয়ার পর প্রাসাদটি বন্ধ হয়ে গিয়েছিল। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী বেড়া উৎসবের যাবতীয় আয়োজন করা হয় এই ওয়াসিফ মঞ্জিলে। দর্শনার্থীদের জন্য টিকিটের ব্যবস্থা করা হবে আগামী জানুয়ারি থেকে।

এসএস

আরও পড়ুন: