এশিয়া
বিদেশে এখন
0

হরতাল-অবরোধে সীমান্তবর্তী পরিবহন শ্রমিকদের আয় কমেছে

বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে কয়েক মাসের হরতাল-অবরোধে পশ্চিমবঙ্গের সীমান্তগুলো দিয়ে কমেছে যাত্রী পারাপার। এতে করে পেট্রাপোল ও বনগাঁ সীমান্তে থাকা পরিবহন শ্রমিকদের আয়ও কমেছে।

চিকিৎসা ও ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের গন্তব্য ভারত। আর বেশিরভাগ মানুষই তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে যায়।

পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিবছর মোট বাংলাদেশির প্রায় ৯০ শতাংশই চিকিৎসার প্রয়োজনে যান। এতে করে পশ্চিমবঙ্গের সীমান্তগুলোতে আয়-রোজগারের পথ খুঁজে নিয়েছেন বহু মানুষ। এদের বেশিরভাগই সেখানকার পরিবহন খাতের সঙ্গে যুক্ত রয়েছে।

পেট্রাপোল ও বনগাঁ সীমান্তের অটো চালকরা বলেন, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকারবিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে প্রায় ৮০ শতাংশ যাত্রী পারাপার কমেছে। ফলে আমাদের আয়ও অর্ধেকে নেমে গেছে।

এদিকে আয়-রোজগার বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন অটো চালকরা। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ বা লাগেজের অতিরিক্ত ভাড়াও আদায় করছেন তারা। এমন অভিযোগ করছেন যাত্রীরা, তবে তা অস্বীকার করছে পশ্চিমবঙ্গের অটো ইউনিয়ন।


এই সম্পর্কিত অন্যান্য খবর