স্থানীয় গণমাধ্যম বলছে, প্রবল বন্যায় দেশটির অন্তত ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। বওনও অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা বলছেন, খাদ্য ও পানির সংকটের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানিবাহিত পেটের অসুখ।
গেল শুক্রবার একদিনে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৭ জন। তাদের অভিযোগ, বন্যার পানিতে অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিক তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা।
বওনও এর স্বাস্থ্য কমিশনার নিশ্চিত করেছেন, এরই মধ্যে বিশেষ এই অঞ্চলটিতে ৩ লাখ কলেরার ভ্যাকসিন পাঠিয়েছে ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে রোগীদের চাহিদা মেটাতে আরও ৬ লাখ ভ্যাকসিন প্রয়োজন বলে স্বাস্থ্য অধিদপ্তরকে পাল্টা চিঠি দিয়েছে স্থানীয় প্রশাসন।