রিপাবলিকান–ডেমোক্র্যাট ঐকমত্যে সরকারি ব্যয় চুক্তিতে ট্রাম্পের সই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মার্কিন সিনেটের রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের সম্মতিতে সরকারি ব্যয় চুক্তিতে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) এ চুক্তি হয়।

প্রতিনিধি পরিষদ এ চুক্তিটি গ্রহণ করবে কি না বা কখন এ পদক্ষেপ গ্রহণ করবে, তা স্পষ্ট নয়। পাশাপাশি আইন প্রণেতারা অভিবাসন এজেন্টদের নিয়ন্ত্রণে রাখার জন্য আলোচনা চালিয়ে যাবেন বলেও জানানো হয়।

এদিকে ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে মাদকাসক্তি এবং মাদকদ্রব্যের অপব্যবহার ঠেকাতে প্রশাসনকে সহায়তা করবে।

আরও পড়ুন:

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে, এ সমঝোতাকে স্বাগত জানিয়ে কংগ্রেস সদস্যদের দ্রুত এটি পাশের আহ্বান জানান।

তবে সিনেটে আইনি প্রক্রিয়ার কারণে চূড়ান্ত পাসের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে, যা সপ্তাহান্তের জন্য আংশিক অচলাবস্থা তৈরি করতে পারে।

জেআর