এছাড়া, টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা ও টেক্সাসের সাড়ে ৬ লাখেরও বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। নিউজ আওয়ারেরর তথ্য অনুযায়ী পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার অন্তত ১৯টি অঙ্গরাজ্যে এক ফুটের বেশি তুষারপাতের পূর্বাভাষ দেয়া হচ্ছে। ডালাস, বোস্টন ও নিউইয়র্কে সবচেয়ে বেশি ফ্লাইট বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। ঘন তুষারে ছেয়ে গেছে নিউইয়র্কের টাইম স্কয়ার।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত যে প্রাণহানির তথ্য এসেছে এরমধ্যে ১০ জনই নিউ ইয়র্কের বাসিন্দা। রাস্তায় জমে থাকা বরফ সরাতে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে ন্যাশনাল গার্ড ও ইমার্জেন্সি ম্যানেজমেন্টের কর্মকর্তারা। আগামী সপ্তাহান্তে আরও একটি তুষারঝড় আঘাত হানার পূর্বাভাস দিচ্ছে মার্কিন আবহাওয়া দপ্তর।





