ইসরাইলের পক্ষে জারি করা নির্বাহী আদেশ বাতিল করে মামদানির যাত্রা শুরু

শপথ নিচ্ছেন জোহরান মামদানি
শপথ নিচ্ছেন জোহরান মামদানি | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের পক্ষে জারি করা নির্বাহী আদেশ বাতিল করে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে যাত্রা শুরু করেছেন জোহরান মামদানি। নিজের অভিষেক অনুষ্ঠানে ইসরাইলে সমর্থনে আগের মেয়রের জারি করা নির্বাহী আদেশ বাতিল করেছেন মামদানি।

এরমধ্যে আছে, মেয়র পদে নিযুক্ত ব্যক্তি এমন কোনো চুক্তি করতে পারবেন না, যা ইসরাইল রাষ্ট্র ও এর নাগরিক সঙ্গে বৈষম্যমূলক কোনো পদেক্ষেপ হিসেবে গণ্য হয়। মেয়রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো। যদিও মামদানির এমন আচরণে চটে গেছে ইসরাইল।

আরও পড়ুন:

তাকে ইসলামপন্থী হিসেবে আখ্যা দিয়েছে তারা। প্রো-ইসরাইল মিউনিসিপাল ডিক্রি ছাড়াও, ২০২৪ এর ২৬ সেপ্টেম্বরের পর সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা প্রত্যেকটি নির্বাহী আদেশ বাতিল করেছেন মামদানি। গেল বছরের ঐ দিনে দুর্নীতির দায়ে অভিযুক্ত হন অ্যাডামস।

ইএ