ভারতে দিল্লি পুলিশের ‘অপারেশন আঘাত’ প্রথমবার পরিচালিত হয় গেলো সেপ্টেম্বরে, দ্বিতীয়বার অক্টোবরে। বিদায়ী বছরের শেষবার তৃতীয়বারের মতো রাজধানীজুড়ে চলছে অভিযান; ভেঙেছে ধরপাকড়ের অতীত রেকর্ড।
আরও পড়ুন:
নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতির মধ্যেই, দিল্লিতে চলছে, ‘অপারেশন আঘাত’। নাশকতা ঠেকাতে বড় পরিসরে চলছে পুলিশের যৌথ অভিযান। শুধু সাউথ ও সাউথ ইস্ট দিল্লিতে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায়, অস্ত্র-শুল্ক-মাদক-জুয়াসহ বিভিন্ন আইনে গ্রেপ্তার প্রায় ৭শ’ মানুষ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় তিন হাজার মানুষকে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, নগদ অর্থ, অবৈধ মদ, মাদক ইত্যাদি।
দিল্লি পুলিশ সূত্রে এনডিটিভি জানায়, উৎসবের মৌসুমকে অপরাধমুক্ত রাখতে চলছে এসব অভিযান। অভিযান সফল দাবি করে পুলিশ বলে, অপারেশন আঘাতের এ ধাপে দেড়শ'র বেশি এমন ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে, যাদের অপরাধের অতীত রেকর্ড আছে। অভিযানে ভেঙে দেয়া হয়েছে গাড়ি চুরির সাথে যুক্ত কয়েকটি অপরাধী চক্রকেও।





