জনসাধারণের জন্য উন্মুক্ত করায় আবারও লিবিয়ার ঐতিহাসিক অনেক গুরুত্বপূর্ণ নির্দশন দর্শনের সুযোগ পেলেন দেশটির নাগরিকরা। ২০১১ সালে গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন চলাকালে আস-সারিয়া, আল-হামরা বা লাল দুর্গ নামে পরিচিত জাদুঘরটি বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন:
এরপর গভার্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি দলটি ২০২১ সালে ক্ষমতায় আসার পর ২০২৩ সালে জাদুঘরটির সংস্কারের কাজ শুরু হয়।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত জাতীয় জাদুঘরটির আয়তন দশ হাজার বর্গমিটার। যেখানে মোজাইক ও ম্যুরালে আছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে লিবিয়ার রোমান, গ্রিক এবং ইসলামিক সময়কালের শিল্পকর্ম। আছে ঐতিহাসিক ভাস্কর্য, মুদ্রা এবং অন্যান্য প্রত্নসামগ্রী।





