ভেনেজুয়েলার ট্যাংকার জব্দে তেলবাজারে অস্থিরতা; উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের টহলে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

ভেনেজুয়েলার উপকূলে জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই খবর প্রকাশ্যে আসতেই বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার আকাশসীমায় টহল দিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান। মার্কিন উত্তেজনা নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান প্রেসিডেন্ট মাদুরোর। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ লাতিন ও ক্যারিবীয় অঞ্চলকে হুমকির মুখে ফেলেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের সমালোচক ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চোখে মাদুরো ভয়ঙ্কর স্বৈরশাসক এবং মাদক কারবারী। সম্প্রতি মাদকবিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদক চোরাচালানের বেশ কয়েকটি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত প্রাণ হারান অন্তত ৮০ জন। এসব পদক্ষেপকে ওয়াশিংটন মাদকবিরোধী অভিযানের অংশ বললেও, ভেনেজুয়েলার অভিযোগ, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করাই ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য।

দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার উপকূলে জ্বালানি তেলের বিশাল একটি ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বাহিনী। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির দাবি, বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোর অবৈধ তেল পরিবহন নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল এই ট্যাঙ্কার। যা ভেনেজুয়েলা ও ইরান থেকে অপরিশোধিত তেল পরিবহন করতো। ট্রাম্প জনান, এ পর্যন্ত আটক সবচেয়ে বড় ট্যাংকার এটি।

আরও পড়ুন:

এদিকে, ট্যাংকার জব্দের খবরে বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬২ দশমিক ২১ ডলারে। মূলত তেলের সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কায় তেলের দামে ঊর্ধ্বমুখী।

এবার ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করে প্রায় ৪০ মিনিট টহল দিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি এফ-১৮ যুদ্ধবিমান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মারাকাইবো থেকে দেড়শ কিলোমিটার দূরে বিমানগুলোর উপস্থিতি দেখা যায়। সেখানে ভেনেজুয়েলার অন্যতম প্রধান সামরিক বিমান ঘাঁটি অবস্থিত।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে লাতিন ও ক্যারিবীয় অঞ্চলে শান্তির জন্য হুমকিস্বরূপ বলছে ইরান। মাদুরোর সঙ্গে ফোনালাপে ভেনেজুয়েলার পাশে থাকার আশ্বাস দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এদিকে, এক সমাবেশে গানের তালে নেচে মার্কিন উত্তেজনা নিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

এদিকে, ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর মার্কিন নৌঘাঁটিতে একের পর এক সামরিক বিমানের বহর বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমানের পাশাপাশি সেখানে মোতায়েন করা হয়েছে মার্কিন সেনাদের।

ইএ