ঘোষণাপত্র অনুমোদনের মাধ্যমে জি-টুয়েন্টি সম্মেলনের পর্দা নামলো

জি-টুয়েন্টি সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা
জি-টুয়েন্টি সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা | ছবি: সংগৃহীত
0

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিস্তৃত ঘোষণাপত্র অনুমোদনের মাধ্যমে পর্দা নামলো দুই দিনব্যাপী জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনের। ১২২ দফা ঘোষণাপত্রটি বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথকে নির্দেশ করে।

গতকাল (রোববার, ২৩ নভেম্বর) আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আনুষ্ঠানিকভাবে এবারের আসরের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন:

তিনি জানান, ঘোষণাপত্র বাস্তবায়নে ঐকমতে পৌঁছেছে দেশগুলো। আগামী বছর যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে জি-টুয়েন্টির পরবর্তী শীর্ষ সম্মেলন। তবে শেতাঙ্গ নিপীড়নের অভিযোগে এবারের আয়োজনে যোগ দেয়নি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি।

এফএস