যুক্তরাষ্ট্র থেকে এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনতে আগ্রহী সৌদি যুবরাজ

ট্রাম্প ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
ট্রাম্প ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনতে হঠাৎ কেন মরিয়া হয়ে উঠেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান? সৌদি আরবের শত্রুপক্ষই বা কারা? যাদের ঘায়েলে হাত মিলিয়েছে ওয়াশিংটনের সঙ্গে। এনিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা। এতে উঠে এসেছে তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্কের বৈরিতার প্রসঙ্গ।

বহুবছর ধরেই যুক্তরাষ্ট্রের অস্ত্রের অন্যতম ক্রেতা সৌদি আরব। তবে যুদ্ধক্ষেত্রে আকাশে সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট এফ-থার্টিফাইভ ছিলো না রিয়াদের বহরে। এবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নিজেদের ভাণ্ডারে এফ-থার্টিফাইভ যুক্ত করতে পাকাপাকি বন্দোবস্ত করলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। ওয়াশিংটনের কাছ থেকে অন্তত ৪২টি এফ-থার্টিফাইভ কিনতে চান তিনি। আর এতে কোন ধরণের আপত্তি নেই ট্রাম্পের।

সৌদি যুবরাজ হঠাৎ কেন সর্বাধুনিক এই যুদ্ধযান কিনতে মরিয়া হয়ে উঠেছে? এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা। সেখানে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-থার্টিফাইভ কিনছেন সৌদি যুবরাজ। এরইমধ্যে ইরানের সঙ্গে সম্পর্কের তিক্ততা বেড়েছে রিয়াদের। মুসলিম দেশ হওয়া স্বত্বেও পরস্পর একে অপরের বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

তেহরান ছাড়াও মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির সঙ্গেও সৌদি আরবের রয়েছে বহুদিনের শত্রুতা। যদিও দু'পক্ষের মধ্যে গেলো কয়েকবছর ধরে পরিস্থিতি শান্ত থাকলেও সংকট সমাধান না হওয়ায় যেকোনো সময় শুরু হতে পারে যুদ্ধের দামামা।

যুক্তরাষ্ট্র ছাড়াও অংশীদার দেশ হিসেবে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে ও ডেনমার্কের কাছে এফ-থার্টিফাইভ যুদ্ধবিমান রয়েছে।

এছাড়াও জাপান, ইসরাইল, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, পোল্যান্ড, রোমানিয়া, চেক রিপাবলিক, গ্রিস ও সিঙ্গাপুরের কাছেও রয়েছে এফ-থার্টিফাইভ যুদ্ধবিমান।

বিশ্বের সর্বাধুনিক এই ফাইটার জেটের এতো জনপ্রিয়তার অন্যতম কারণ রাডার ও অন্য কোন প্রযুক্ত এর অবস্থান সনাক্ত করতে অক্ষম। তাই শত্রুপক্ষকে আক্রমণের পথ অনেকটাই সহজ হয়ে যায়। ৮০ থেকে ১১০ মিলিয়ন ডলারের একেকটি এফ-থার্টিফাইভ বিশ্বের সবচেয়ে সফল যুদ্ধবিমান হিসেবে খ্যাতি পেয়েছে। ৩৬০ ডিগ্রি ক্যামেরার মাধ্যমে চারদিকে নজর রাখতে পারেন বিমানের পাইলট। ৫১ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ ফুট চওড়ার একেকটি এফ-থার্টিফাইভ ৮১ কেজির বেশির ভার বহন করতে সক্ষম।

ইএ