যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাদুরোর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো | ছবি: সংগৃহীত
0

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে, মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, শান্তি প্রতিষ্ঠায় দু'দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে পশ্চিম আটলান্টিক মহাসাগরে মোতায়েন করা বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড এবং স্ট্রাইক গ্রুপের ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

গেল সপ্তাহেই ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েন করার কথা জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এবার আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা সেই বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড এবং স্ট্রাইক গ্রুপের ছবি প্রকাশ করলো মার্কিন সেনারা। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজটিতে ৫ হাজারেরও বেশি সেনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গেল সেপ্টেম্বর থেকে মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে দেশটির সেনাবাহিনী।

অভিযান শুরুর এক মাসের মধ্যেই লাতিন আমেরিকায় সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, এরমধ্যেই আটটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ-৩৫ বিমান মোতায়েন করা হয়েছে।

সেনা মোতায়েন করা হলেও, ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়া হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানান নি মার্কিন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এখনি বলতে পারছি না কী হবে, তবে ভেনেজুয়েলার সাথে মাদকের অবাধ আদান-প্রদান বন্ধ করার ক্ষেত্রে আমরা অনেক অগ্রগতি করেছি। কিন্তু আমাদের মেক্সিকো এবং কলম্বিয়ার সাথেও সমস্যা আছে। তবে, আমরা খুব ভালো করছি। আমাদের দেশে মাদকের আগমন অনেক কমে গেছে।

এদিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌসেনাদের ক্রমবর্ধমান উপস্থিতির জবাবে দেশজুড়ে সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলাও। পাশাপাশি চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে, আন্তর্জাতিক আইন রক্ষায়, আন্তর্জাতিক আইনবিদদের সভা শেষে এ বার্তা দেন মাদুরো।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে বলছি, যারা দক্ষিণ আমেরিকা, ক্যারিবীয় অঞ্চলে বোমা হামলা, হত্যা এবং যুদ্ধে নির্দেশ দেয় তাদের সাথে হাত মেলাবেন না। যুদ্ধকে না বলুন। এখানে শান্তির জয় হবে।

এদিকে নিজ দেশের মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কলম্বিয়ার সেনাবাহিনী। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন মাদক চোরাচালানকারী। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নির্দেশেই এই কঠোর অভিযান চালানো হয়। যদিও গেল অক্টোবরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পেত্রো ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। যদিও এ বিষয়ে পেত্রোর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ দেখাতে পারেনি তারা। আর ক্যারিবীয় অঞ্চলে অভিযানের নামে ট্রাম্পের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালানোর পাল্টা অভিযোগ পেত্রোর।

ইএ