তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন ‘ফুং ওয়াং’

টাইফুনের প্রভাবে তাইওয়ানে অতিবৃষ্টি
টাইফুনের প্রভাবে তাইওয়ানে অতিবৃষ্টি | ছবি: সংগৃহীত
0

ফিলিপিন্সের পর এবার তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন ফুং ওয়াং। আজ (বুধবার, ১২ নভেম্বর) সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে এগিয়ে আসে।

এরইমধ্যে টাইফুনের প্রভাবে দেখা দিয়েছে অতিরিক্তি বৃষ্টি। গতকাল (মঙ্গলবার, ১১ নভেম্বর) সর্বোচ্চ ৬৪৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে। এতে তলিয়ে গেছে হাজারের বেশি বাড়ি-ঘর। অতিরিক্ত ঝড় ও বৃষ্টির কারণে আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। প্রায় আট হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।

আরও পড়ুন:

এ অবস্থায় বন্ধ রয়েছে উপকূলীয় এলাকার স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সময়ের সঙ্গে সঙ্গে গতি হারিয়ে ঘুর্ণিঝড়টি দুর্বল হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

এফএস