এরইমধ্যে টাইফুনের প্রভাবে দেখা দিয়েছে অতিরিক্তি বৃষ্টি। গতকাল (মঙ্গলবার, ১১ নভেম্বর) সর্বোচ্চ ৬৪৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে। এতে তলিয়ে গেছে হাজারের বেশি বাড়ি-ঘর। অতিরিক্ত ঝড় ও বৃষ্টির কারণে আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। প্রায় আট হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।
আরও পড়ুন:
এ অবস্থায় বন্ধ রয়েছে উপকূলীয় এলাকার স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সময়ের সঙ্গে সঙ্গে গতি হারিয়ে ঘুর্ণিঝড়টি দুর্বল হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।





