দীপাবলিতে হামলার পরিকল্পনা ছিল, মুম্বাই হামলার ধাঁচে দিল্লিতে বিস্ফোরণের দাবি গোয়েন্দাদের

দিল্লিতে বিস্ফোরণ
দিল্লিতে বিস্ফোরণ | ছবি: সংগৃহীত
0

প্রাণঘাতী মুম্বাই হামলার আদলে দিল্লির বিভিন্ন স্থানে হামলা চালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তদের। এমনটাই দাবি ভারতের গোয়েন্দা বিভাগের। এছাড়া, দীপাবলিতে হামলার পরিকল্পনা থাকলেও তা ভেস্তে যায় বলে পুলিশি তদন্তে জানিয়েছেন গ্রেপ্তার সন্দেহভাজন মুজাম্মিল। এদিকে, হামলার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পূর্বপরিকল্পনা নয়, বিস্ফোরক দ্রব্য পরিবহনের সময় আতঙ্কিত হয়ে বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন সন্ত্রাসীরা। তবে পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও দেয়নি তদন্ত বিভাগ। এদিকে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজও (বুধবার, ১২ নভেম্বর) নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে ভারতজুড়ে।

নিছক দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলা? দিল্লিতে গাড়ি বিস্ফোরণ নিয়ে কাটছে না ধোঁয়াশা। এরইমধ্যে নতুন করে ভারতের বিমানবন্দরগুলোকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে দেশটির অ্যাভিয়েশন বিভাগ। এছাড়া, নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বুধবারও বন্ধ রাখা হয়েছে লালকেল্লা এলাকার মেট্রো চলাচল।

দিল্লি ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিভিন্ন স্থানে যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ। কুলগামে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সদস্যদের ধরতে ২শ টিরও বেশি অভিযান চালিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অন্তত ৫শ জনকে।

আরও পড়ুন:

এদিকে, বিস্ফোরণের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। অভিযুক্ত মুজাম্মিল পুলিশি তদন্তে জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতে লাল কেল্লায় হামলা করার পরিকল্পনা ছিল উমর ও তার। এছাড়া, দীপাবলিতে জনসমাগম পূর্ণ কোনো স্থানে হামলার পরিকল্পনা ছিল। যদিও তা ভেস্তে যায় বলে তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন মুজ্জামিল।

বিস্ফোরণে জড়িত সাদা হুন্দাই গাড়িটি, গেল ২৯ থেকে ১০ অক্টোবর পর্যন্ত আল-ফালাহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অভিযুক্ত ডাঃ মুহাম্মদ শাকিলের মালিকানাধীন গাড়ির পাশে পার্ক করা ছিল। শুরু থেকেই দিল্লি পুলিশের দাবি ফরিদাবাদের বিস্ফোরক দ্রব্য উদ্ধার সঙ্গে যোগসূত্র আছে দিল্লি ট্রাজেডির। ২০২৩ সালে শ্রীনগরের একটি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে বহিষ্কার করা হয়ে উমরকে।

এর আগে, দিল্লি বিস্ফোরণের প্রাথমিক তদন্তে উঠে আসে পূর্বপরিকল্পনা নয়, বিস্ফোরক দ্রব্য পরিবহনের সময় আতঙ্কিত হয়ে বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন সন্ত্রাসীরা। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় দিল্লির ঘটনায় অ্যামোনিয়াম নাইট্রেট ছাড়াও সামরিক গ্রেডের বিস্ফোরকের ব্যবহার হতে পারে বলে উঠে এসেছে প্রতিবেদনে।

সোমবারের ঘটনার রেশ পড়েছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের পর, ব্রিটেনও ভারত ভ্রমণে যাওয়া ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, সোমবারের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে জাতিসংঘ, কানাডা ও চীন।

ইএ