ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির তাণ্ডবে নিহত বেড়ে ৪০, মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা

ফিলিপিন্সে টাইফুন ‘কালমায়েগির’ তাণ্ডব
ফিলিপিন্সে টাইফুন ‘কালমায়েগির’ তাণ্ডব | ছবি: আল জাজিরা
0

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এর প্রভাবে ভয়াবহ বন্যার কবলে দেশটির মধ্যাঞ্চলের বেশ কয়েকটি শহর। চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। অনেক এলাকায় পানির স্রোতে ভেসে গেছে যানবাহন।

ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্যোগ কবলিত অঞ্চলের প্রায় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, মঙ্গলবার ভোরে ফিলিপিন্সের স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে কালমায়েগি।

আরও পড়ুন:

এরপরও, এটি দক্ষিণ চীন সাগর অতিক্রমের সময় ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বাতাস ও ১৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ফিলিপিন্সের বিভিন্ন অংশে তাণ্ডব চালায়।

এর আগে, গত সেপ্টেম্বরে টাইফুন রাগাসাসহ দুটি দুর্যোগের কবলে পড়ে দেশটি। এর প্রভাব কাটিয়ে উঠতে না উঠেই নতুন দুর্যোগে ব্যাপক ক্ষতির সম্মুখীন দেশটি।

ইএ