এসময় তিনি জোহরান মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দেন। ট্রাম্প ডেমোক্র্যাট এ প্রার্থীর অর্থদাতাদের সতর্ক করে বলেন, ‘মামদানিকে সহায়তা করা মানে অর্থের অপচয়।’
মেয়র নির্বাচনে যেসব জায়গায় ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে আছেন শুরু থেকেই সেখানে সরকারি বরাদ্দ কমানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুন:
এদিকে অনুদান আটকে দেয়ার ভয় দেখিয়ে ট্রাম্পের মেয়র নির্বাচনে প্রভাব খাটানোর এ অপচেষ্টাকে রুখে দেয়ার অঙ্গীকার করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী মামদানি।
ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় মামদানি বলেছেন, যারা হুমকি দেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজেরা উৎপীড়ক হওয়া যাবে না।
এছাড়া তিনি দাবি করেন, তিনি যেখানে ট্রাম্পের সমর্থক বা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে তার প্রতিদ্বন্দ্বীর নজর মার্কিন প্রেসিডেন্টের অর্থদাতাদের দিকে।





