থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানী সিরিকিতের প্রয়াণ

রানী সিরিকিত
রানী সিরিকিত | ছবি: সংগৃহীত
0

৯৩ বছর বয়সে মারা গেলেন থাইল্যান্ডের সাবেক রানী ও রাজমাতা সিরিকিত। এককালে ‘স্টাইল আইকন’ হিসেবে পরিচিত প্রথিতযশা এ নারী ছিলেন থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজভক্তদের মাঝে।

যুদ্ধপরবর্তী থাইল্যান্ডে রাজতন্ত্র যখন নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করে, সে সময় রাজপরিবারে ঝাঁ চকচকে আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছিলেন তৎকালীন রানী সিরিকিত। 

পরবর্তীতে হুটহাট দেশের রাজনৈতিক অঙ্গণেও দেখা গেছে তাকে। ২০১২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের পর থেকে এক যুগে আর আসেননি প্রকাশ্যে।

আজ (শনিবার, ২৫ অক্টোবর) থাই রয়্যাল হাউজহোল্ড ব্যুরো জানায়, ৯৩ বছর বয়সে মৃত্যু হয়েছে সাবেক রানী ও রাজমাতা সিরিকিতের। বহুবিধ অসুস্থতার কারণে ২০১৯ সাল থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গতকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) রাতে মৃত্যুর সপ্তাহখানেক আগে রক্তে জটিলতা দেখা দেয় তার। সিরিকিতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজভক্তদের মাঝে।

রাজভক্তদের মধ্যে একজন বলেন, ‘এ খবর শোনার পর যেন আমার দুনিয়া থমকে গেছে। রাজমাতা আমাদের জন্য যা যা করে গেছেন, অতীতের সেসব মনে পড়ে যাচ্ছে।’

ছয় দশকের বেশি সময় রানী ছিলেন সিরিকিত। থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজা ভূমিবলের স্ত্রী তিনি। ২০১৬ সালে ভূমিবলের মৃত্যুর পর থাইল্যান্ডের রাজা হন তাদের ছেলে ভাজিরালংকর্ন, রাজমাতা হন সিরিকিত।

আরও পড়ুন:

এককালে ‘স্টাইল আইকন’ হিসেবে পরিচিত ছিলেন প্রথিতযশা এ নারী। ষাটের দশকে তরুণ রাজার সঙ্গে করেছেন বিশ্বভ্রমণ। 

সেসময় প্রায়ই সারা বিশ্বে সেরা পোশাক পরিহিতদের তালিকায় নাম উঠতো তার। এক ছেলে ও তিন সন্তানের জননী সিরিকিতের জন্মদিন ১২ আগস্ট। দিনটি ১৯৭৬ সাল থেকে মা দিবস হিসেবে পালন হয়ে আসছে থাইল্যান্ডে।

আরেক রাজভক্ত বলেন, ‘প্রয়াত রাজার সঙ্গে রানীমার আবারও মিলন হোক, এটাই আমাদের প্রত্যাশা। ওপর থেকে তারা আমাদের দেখবেন। বর্তমান রাজা ও সাম্রাজ্যের প্রতি আমরা বিশ্বস্ত। রাজপরিবারের প্রত্যেক সদস্যকে সমর্থন ও তাদের সঙ্গে কাজ করা অব্যাহত রাখবো আমরা।’

মায়ের মৃত্যুতে রাজকীয় শেষকৃত্যানুষ্ঠানের নির্দেশ দিয়েছেন রাজা ভাজিরালংকর্ন। রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুসিত থর্ন হলে শ্রদ্ধাঞ্জলীর জন্য রাখা থাকবে রাজমাতার মরদেহ। তার মৃত্যুতে এক বছর শোক পালন করবে থাই রাজপরিবার।

রাজমাতা সিরিকিতের মৃত্যুতে শোক জানিয়েছে প্রতিবেশী মালয়েশিয়া। দেশটিতে অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকূলের। সিরিকিতের মৃত্যুতে রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী।

এসএইচ