তেহরিক-ই লাব্বাইককে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান

তেহরিক-ই লাব্বাইকের বিক্ষোভ
তেহরিক-ই লাব্বাইকের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

ইসরাইলবিরোধী বিক্ষোভ করার এক সপ্তাহ পরই ইসলামী রাজনৈতিক দল তেহরিক-ই লাব্বাইককে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। গতকাল (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) পাকিস্তানের মন্ত্রীসভায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ধর্মীয় ডানপন্থী এ দলটিকে নিষিদ্ধ করা হয়।

এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, টিএলপি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত। তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে দলটি অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্ত অসাংবিধানিক, প্রতিশোধমূলক, অবৈধ এবং স্বৈরাচারী।

আরও পড়ুন:

উল্লেখ্য, ইসরাইলবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় অন্তত ৫ জন। এরপরই দলটি নিষিদ্ধের দাবি ওঠে। গেল চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো একটি ইসলামপন্থী দলকে নিষিদ্ধ করলো পাকিস্তান সরকার।

ইএ