আফগান সেনাবাহিনীর চৌকি ও ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের

সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী
সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী | ছবি: সংগৃহীত
0

উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররম জেলার সীমান্তে আফগান সেনাবাহিনীর ৪টি সীমান্ত চৌকি ও ৬টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। গতকাল (মঙ্গলবার, ১৪ অক্টোবর) বিকেলে পাক সেনাদের লক্ষ্য করে হামলা চালায় ফিতনা আল খারিজ গোষ্ঠী ও আফগান সেনারা। জবাবে পাল্টা আক্রমণ করে পাকিস্তান। এতে নিহত হয় বেশ কয়েকজন আফগান সেনা এবং পালিয়ে যায় অনেকে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো।

সম্প্রতি প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। বিভিন্ন নিষিদ্ধ গোষ্ঠীকে মদদ দিয়ে পাকিস্তানে সন্ত্রাসবাদ চালানোর অভিযোগে গেল সপ্তাহে জন্য আফগানিস্তানের রাজধানী কাবুলে হঠাৎ হামলা চালায় পাক সেনারা। তাদের বিমান হামলায় পাকিস্তান তেহরিক-ই-তালেবান বা টিটিপির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার নিহত হওয়া খবর পাওয়া গেছে। আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে পাকিস্তানে পাল্টা হামলা চালায় তালেবান যোদ্ধারা।

জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে খাইবার পাখতুনখোয়ার কুররম সীমান্তে বিনা উসকানিতে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর গুলি চালায় আফগান তালেবান ও ফিতনা আল-খারিজ গোষ্ঠী। এর ঠিক এক ঘণ্টার মাথায় পাল্টা হামলা চালায় পাকিস্তান।

আরও পড়ুন:

পাক সেনাদের হামলায় কুররম সীমান্তের ওপারে আফগানিস্তানের খোস্ত প্রদেশের শামশাদ, নার্গসার, তুর্কমানজাই ও পোলসেন সেনা চৌকি ধ্বংস হয়ে যায়। এছাড়া ধ্বংস করা হয় আফগান সেনাদের ৬টি ট্যাংক। গুড়িয়ে দেয়া হয় সেনাদের প্রশিক্ষণ শিবির। পাকিস্তানের হামলায় প্রাণ হারায় আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের বেশ কয়েকজন। সীমান্ত চৌকি ছেড়ে পালিয়ে যায় অনেকে। এক পর্যায়ে আত্মসমর্পণের উদ্দেশে আফগান সেনারা সাদা পতাকাও উত্তোলন করে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর জানিয়েছে, গেল ১১ অক্টোবর থেকে শুরু হওয়া দুই দেশের সংঘাতে ২ শতাধিক আফগান সেনা এবং পাকিস্তানের ২৩ জন সেনা সদস্য নিহত হয়েছে।

পাকিস্তান ও আফগানিস্তানের ইতিহাস দীর্ঘ ও জটিল। দুই দেশের সীমান্ত প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ। ২০০০ সালের গোড়ার দিকে তালেবানদের অন্যতম প্রধান সমর্থক ছিল পাকিস্তান। তবে সম্প্রতি জঙ্গি সংশ্লিষ্টতার ইস্যুতে তিক্ততায় পৌঁছেছে তাদের সম্পর্ক।

ইএ