জার্মানির এসেন শহরে ব্যতিক্রমী আলোর উৎসব, দর্শনার্থীদের ভিড়
জার্মানিতে চলছে এসেন লাইট ফেস্টিভ্যাল। যেখানে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নানা সংস্কৃতি, যা আকৃষ্ট করছে দর্শনার্থীদের। চলতি বছর ১০তম সংস্করণ চলছে উৎসবটির। জমকালো এ আয়োজনের পর্দা নামবে ১২ অক্টোবর।