উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় এক মিটারের বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে এবং উপসাগর ও প্রণালি এলাকায় আরও উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির ভূমিকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সকাল ১১টা ৪৩ মিনিটের আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে।
আরও পড়ুন:
উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।





