গাজায় যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির প্রথম ধাপ কার্যকরে সম্মত হামাস-ইসরাইল

যুদ্ধ বিরতির প্রথম ধাপে সম্মত হামাস ও ইসরাইল
যুদ্ধ বিরতির প্রথম ধাপে সম্মত হামাস ও ইসরাইল | ছবি: সংগৃহীত
0

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রস্তাবিত শান্তিচুক্তির প্রথম ধাপ কার্যকরে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।

তিনি জানান, চুক্তির প্রথম ধাপ অনুযায়ী সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরাইল। এতে করে করে টেকসই শান্তির দিকে এগিয়ে যাবে গাজা উপত্যকা। এতে মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর ও তুরস্ককে ধন্যবাদ জানান ট্রাম্প।

আরও পড়ুন:

একইসঙ্গে, শিগগিরই মধ্যপ্রাচ্যে সফরের যাওয়ার ঘোষণা দেন তিনি। হামাস ও ইসরাইলের পক্ষ থেকেও শান্তিচুক্তিতে সইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার, অবাধে মানবিক সহায়তা প্রবেশ ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে।

ইএ