গাজা যুদ্ধবিরতি আলোচনা: সেনা প্রত্যাহার এবং ত্রাণ প্রবেশের নিশ্চয়তা চায় হামাস

ত্রাণ নিচ্ছে গাজাবাসী, হামাসের সৈনিকরা
ত্রাণ নিচ্ছে গাজাবাসী, হামাসের সৈনিকরা | ছবি: সংগৃহীত
0

মিশরে গাজা যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হামাস ও ইসরাইলের মধ্যকার দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। এতে গাজা থেকে সম্পূর্ণ ইসরাইলি সৈন্য প্রত্যাহার এবং কোনো বাধা ছাড়াই গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানিয়েছে হামাস। মিসরের শারম আল-শেখ শহরে দ্বিতীয় দিনের আলোচনার শেষে এ তথ্য জানা যায় বলে উল্লেখ করেছে রয়টার্স।

রয়টার্স জানায়, গাজা থেকে সৈন্য প্রত্যাহার করলেই হামাস ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়া শুরু করবে বলে আলোচনায় দাবি উত্থাপন করেছে। পাশাপাশি গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক পক্ষের প্রতিশ্রুতিও চেয়েছে গোষ্ঠীটি।

আরও পড়ুন:

এদিকে, খুব দ্রুত গাজা শান্তিচুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান ঘটবে বলে ফের আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিতে আজ মিশরের উদ্দেশে রওনা দেবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভসহ মার্কিন প্রতিনিধি দল। চলমান আলোচনায় ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার এবং কাতারের প্রধানমন্ত্রীর যোগ দেয়ার কথাও রয়েছে।

ইএ