ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, গতকাল (শনিবার, ২৭ সেপ্টেম্বর) ইউক্রেনের কয়েক শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। সেসময় মূলত হতাহতের ঘটনা ঘটে। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোন মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন:
রাশিয়ার পাঠানো ড্রোন পোল্যান্ড, এস্তোনিয়া ও ডেনমার্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে গত কয়েকদিন ধরেই ইউরোপজুড়ে জারি রয়েছে জরুরি সতর্কতা। এ পরিস্থিতিতে ইউক্রেনের ওপর রাশিয়ার এতো বড় হামলা হুঁশিয়ারি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে, গতকাল শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার লক্ষ্য ইইউ বা ন্যাটো সদস্য দেশে আক্রমণ নয়। তবে মস্কোর দিকে যেকোনো ‘আক্রমণের’ বিরুদ্ধে তারা ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে।





