ক্ষমতাচ্যুতের পর প্রথম জনসম্মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি | ছবি: সংগৃহীত
0

ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। গতকাল ( শনিবার, ২৮ সেপ্টেম্বর) ভক্তপুরে নিজের রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আয়োজিত এক সমাবেশে যোগ দেন তিনি।

এসময় তিনি দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন। দেশের জনগণের সমর্থন ছাড়াই সুশীলা কার্কির সরকার গঠিত হয়েছে বলে অভিযোগ তুলেন তিনি। আশ্বাস দেন, নেপালে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার।

আরও পড়ুন:

এছাড়া, সম্প্রতি নেপালে সংঘটিত জেন-জি আন্দোলনে শিক্ষার্থীদের ওপর তিনি গুলি চালানোর নির্দেশ দেননি বলে জানান ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী। চলতি মাসের গত ৯ সেপ্টেম্বর জেন-জি আন্দোলনের জেরে পদত্যাগ করেন কেপি শর্মা অলি।

এফএস