ইউরোপের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্সের জনগণও এবার রাজপথে। গতকাল (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) দিনভর প্যারিসের রাজপথে দাবি আদায়ে বিক্ষোভে নামে নানা শ্রেণি-পেশার মানুষ। শিক্ষক শিক্ষার্থী, সরকারি কর্মচারী, রেল, হাসপাতাল কর্মীসহ আরও অনেকে অংশ নেন তাতে। কয়েক ঘণ্টা অবরোধ করে রাখে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
মূলত ট্রেড ইউনিয়নের ডাকেই এ বিক্ষোভ। আয়োজকদের তথ্যমতে, প্রায় দশ লাখ মানুষ অংশ নেয় এতে।
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘ইমানুয়েল ম্যাঁক্রো সরকারের ওপর শ্রমিকরা খুবই অসন্তুষ্ট। এভাবে চলতে পারে না। এটা সরকারি কর্মকর্তা কর্মচারী, হাসপাতাল কর্মী, রেলওয়ে কর্মীদের প্রতি সরকারের অবজ্ঞা ছাড়া আর কিছুই না।’
আরও পড়ুন:
ফ্রান্স সরকারের বাজেট সংকোচন নীতির বিরুদ্ধে তাদের এ বিক্ষোভ। সেসময় পূর্ববর্তী সরকারের বাজেট বাতিল করে জনসেবা খাতে বাজেট বাড়ানো, ধনী ও সম্পদশালীদের কর বৃদ্ধি ও পেনশনের দাবি জানান আন্দোলনকারীরা।
এ অবস্থায় প্যারিসে প্রায় ৮০ হাজার পুলিশ মোতায়েন করে ফ্রান্স সরকার। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে আহত হন প্রায় অনেকে। আটক করা হয় দেড়শোর বেশি বিক্ষোভকারীকে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর যদি বাজেট কাঁটছাঁটের সিদ্ধান্তে অনড় থাকে তবে আন্দোলন আরও জোরদারের হুঁশিয়ারি দেন ইউনিয়ন নেতারা।





