গাজার হাসপাতাল লক্ষ্য করে ইসরাইলি অভিযান, মিসাইলের আঘাতে নিহত অন্তত ১৫

গাজায় হামলা
গাজায় হামলা | ছবি: সংগৃহীত
0

বহুতল আবাসিক ভবনে হামলার পর এবার গাজার সচল হাসপাতালগুলো লক্ষ্য করে অভিযান জোরদার করেছে ইসরাইল। বুধবার আল-শিফা আর আল-আহলি হাসপাতালে ইসরাইলি মিসাইলের আঘাতে প্রাণ গেছে অন্তত ১৫ জনের। স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও, বুধবার রাতভর হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছেন আরও অন্তত ৮৩ জন। এদিকে, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানে জোর দিয়েছেন পরিষদের সভাপতি।

স্বাস্থ্যকর্মী ও হাসপাতাল লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ড। গাজার সচল স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি মিসাইল হামলা- যুদ্ধের অভিধানে যোগ করেছে নতুন শব্দ, মেডিসাইড। অলাভজনক সংগঠন ডক্টরস উইদ আউট বর্ডারের অভিযোগ, অবরুদ্ধ গাজার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার নৃশংস খেলায় মেতেছে ইসরাইল।

চলতি সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের অনুসন্ধানী দল। যেখানে বলা হয় আল বাসমা আইভিএফ সেন্টারে ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গেছে ৪ হাজার ভ্রূণ এবং ১ হাজার শুক্রাণু ও ডিম্বাণুর নমুনা। ফিলিস্তিনি ভূখণ্ডে যেন নতুন কোনো শিশু না জন্মায় সে উদ্দেশ্যেই এমন অভিযান চালানো হয়েছে বলেও দাবি জাতিসংঘের। সংস্থাটি আরও বলছে, ১৯৪৮ এর কনভেনশন অনুযায়ী এটি পরিষ্কার গণহত্যা।

শুধু হাসপাতাল নয় বুধবার হামলা হয়েছে গাজার ত্রাণ শিবিরেও। আল জাজিরার তথ্য বলছে, এদিনও ইসরাইলি হামলার কেন্দ্রে ছিল গাজা নগরী, মোট নিহতের ৮০ শতাংশই অবস্থান করছিলেন সেখানে।

এমন প্রেক্ষাপটে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। যেখানে গুরুত্ব পাবে গাজা যুদ্ধ, ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের অবস্থান ও ইরানের পরমাণু হুমকির মতো বিষয়। আলোচিত এই অধিবেশনের আগে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মন্তব্য করেছেন, ফিলিস্তিনে শান্তি ফেরানোর প্রশ্নে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সংস্থাটি।

আরও পড়ুন:

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালিনা বেয়ারবক বলেন, ‘ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন হবে। অবিরাম সংঘাত, দখলদার মনোভাব আর সন্ত্রাসবাদ দিয়ে এই সংকট সমাধান সম্ভব না। ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণভাবে বসবাসের একমাত্র উপায় দ্বিরাষ্ট্র সমাধান।’

এদিকে, ইরান এবং এর অক্ষশক্তির ড্রোন ও মিসাইল হামলার হুমকি বাড়তে থাকায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার বিষয়ে কাজ করছে ইসরাইল। এমন প্রেক্ষাপটে, অ্যান্টি লেজার মিসাইল সিস্টেম ‘আয়রন বিম’ সামনে এনেছে আইডিএফ। ইসরাইলি প্রতিরক্ষা বিভাগের দাবি, আয়রন ডোমকে আরও বেশি শক্তিশালী করবে এই অ্যান্টি লেজার মিসাইল সিস্টেম। বেচে যাবে ইন্টারসেপ্টারের অতিরিক্ত খরচও। চলতি বছরের শেষের দিকে এ নতুন সিস্টেম তুলে দেয়া হবে ইসরাইলি সেনাদের কাছে।

তবে যুদ্ধের প্রস্তুতি বাড়িয়ে সাধারণ ইসরাইলিদের আস্থা ধরে রাখতে পারছেন না নেতানিয়াহু। বুধবার জেরুজালেমে জড়ো হয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন খোদ ইসরাইলিরাই।

এদিকে, গাজাবাসীদের সহায়তায় গেল ২ বছরের মধ্যে সবচেয়ে বড় তহবিল সংগ্রহের কনসার্ট হয়ে গেল যুক্তরাজ্যের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। টুগেদার ফর প্যালেস্টাইন শিরোনামে এই কনসার্টে উপস্থিত ছিলেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। ফিলিস্তিনি অভিনেতা ও শিল্পীদের পাশাপাশি মঞ্চে ওঠেন পপস্টার ও অভিনেত্রী পালোমা ফেইথ।

ইএ