টানা বর্ষণে দ্বিতীয়বার বন্যার কবলে ভারত

ভারতে বন্যা
ভারতে বন্যা | ছবি: সংগৃহীত
0

গেলো কয়েকদিনের টানা বর্ষণে ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে চলতি বর্ষা মৌসুমে দ্বিতীয়বারের মতো বন্যার পানিতে ডুবছে আসাম। গেলো ২৪ ঘণ্টায় প্রদেশটিতে সৃষ্ট দুর্যোগে প্রাণ হারিয়েছে অন্তত দুইজন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অব্যাহত বৃষ্টিপাতের ফলে আসামের স্থানীয় নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন:

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশটির গোলাঘাট জেলা। এরইমধ্যে শহরটির বাসিন্দা ও গবাদি পশুকে নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে ভারতের জাতীয় দুর্যোগ প্রশমন বিভাগ।

এদিকে, বন্যার পানিতে ডুবে থাকায় মণিপুরের রাজধানী ইম্ফলের একটি হাসপাতাল থেকে অন্তত একশো ভর্তি রোগীকে অনত্র সরিয়ে নেয়া হয়েছে।

এফএস