চার্লি কার্কের হত্যাকারীকে নিয়ে মন্তব্যের জেরে জিমি কিমেলের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জিমি কিমেলের অনুষ্ঠান
জিমি কিমেলের অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
0

ট্রাম্পের ঘনিষ্ঠ চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় জিমি কিমেলের অনুষ্ঠান। ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এবিসি চ্যানেলের একজন মুখপাত্র এ ঘোষণা দেন।

যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছুই জানাননি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি জিমি কিমেল। গেল সোমবার রাতে কার্কের হত্যাকাণ্ড নিয়ে রিপাবলিকানরা রাজনৈতিক ফায়দা লুটছে বলে মন্তব্য করেন কিমেল।

আরও পড়ুন:

এরপরই লেইট নাইট টক শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন এর মাধ্যমে আক্রমণের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা। এ সময় এবিসি চ্যানেলের সামনে বিক্ষোভ করেন জিমি কিমেলের ভক্তরা।


ইএ