যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জেলেবাহী নৌযান দখলের অভিযোগ ভেনেজুয়েলার

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা
যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অর্থনৈতিক অঞ্চলে চলাচলকারী একটি জেলেবাহী নৌযান দখলে নেয়ার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। গতকাল (শনিবার, ১৪ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক সংবাদ সম্মেলনে অভিযোগটি তুলেন।

তিনি জানান, নয় জেলেবাহী নৌযানটিকে কোনো কারণ ছাড়াই আটকে দেয় মার্কিন নৌ-বাহিনীর একটি যুদ্ধ জাহাজ। প্রায় আট ঘণ্টা ধরে জেলেদের জিম্মি করে রাখা হয়েছিল। এছাড়া, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপটি ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন:

এর আগে, গেল সপ্তাহেও ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করে মার্কিন নৌ-বাহিনী। সেসময় ট্রাম্প অভিযোগ তুলেছিল নৌযানে থাকা আরোহীরা ন্যারকোটিকস নামে একটি মাদক বহন করছিল। তবে ট্রাম্পের অভিযোগকে উড়িয়ে দিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।


ইএ