এবার রোমানিয়ার আকাশসীমা রাশিয়ার ড্রোন, সতর্ক অবস্থানে ন্যাটো

রোমানিয়ার আকাশে রাশিয়ার ড্রোন
রোমানিয়ার আকাশে রাশিয়ার ড্রোন | ছবি: সংগৃহীত
0

পোল্যান্ডের পর এবার রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনায় উত্তেজনা তুঙ্গে। মাত্র ৪ দিনের মাথায় ন্যাটোর দুটি সদস্য রাষ্ট্রের ভেতরে রাশিয়ার ড্রোন ঢুকে পড়ার ঘটনায় আরও বেশি সতর্ক অবস্থানে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রোমানিয়া নিজেদের নিরাপত্তা জোরদারতো করেছেই, মিত্র অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষায় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুট।

পোলান্ডের আকাশসীমা লঙ্ঘনের মাত্র ৪দিনের মাথায় রাশিয়ার ড্রোন ঢুকে পরেছে ন্যাটোর আরেক সদস্য রাষ্ট্র রোমানিয়ায়। ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো ন্যাটো আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের মধ্য দিয়ে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলো মস্কো।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাতে ইউক্রেনে আক্রমণ চালানোর সময় তাদের আকাশসীমায় ঢুকে পড়েছে ড্রোনটি। এরপর জরুরি ভিত্তিতে দুটি এফ–১৬ ও দুটি জার্মান ইউরোফাইটার যুদ্ধবিমান দিয়ে ড্রোনটিকে ধাওয়া করা হয়। রাডারে ড্রোনটিকে সবশেষ চিলিয়া ভেচে গ্রামের কাছাকাছি দেখা গেছে। চেষ্টা করা হলেও ড্রোনটি ভূপাতিত হয়েছে কি-না তা নিশ্চিত নয়। এ অবস্থায় নিরাপত্তা জোরদার করেছে ইউক্রেনের সঙ্গে ৬৫০ কিলোমিটারের সীমান্ত থাকা রোমানিয়া।

আরও পড়ুন:

এমন পরিস্থিতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধ সম্প্রসারণের অংশ হিসেবেই বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্রের আকাশসীমাও লঙ্ঘন করে যাচ্ছে রাশিয়া। একই শঙ্কা পশ্চিমা সামরিক জোটেরও। ঐক্যবদ্ধভাবে মস্কোর হাইব্রিড যুদ্ধের মোকাবিলার ডাক দিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোর্স্কি বলেন, ‘আমরা সম্মিলিতভাবে পুতিনকে দেখাবো কিভাবে তার হাইব্রিড যুদ্ধের ইচ্ছাকে মোকাবিলা করি। আমরা অবশ্যই তাকে থামাবো। কারণ এগুলো কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মস্কোর একটি প্যাটার্ন।’

পূর্ব ইউরোপে ন্যাটোর সদস্য রাষ্ট্রের সীমানায় নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা সামরিক জোটের প্রধান মার্ক রুট।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট বলেন, ‘আমরা মিত্র অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য প্রস্তুত। এটি অবশ্যই নিশ্চিত করা হবে। বাল্টিক সাগরে বেপরোয়া আচরণ থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় আমরা বাল্টিক বা সেন্ট্রি স্থাপন করেছি। এই প্রচেষ্টায় ড্রোন ব্যবহারের পাশাপাশি এ সম্পর্কিত বিশেষ চ্যালেঞ্জ মোকাবিলারও পরিকল্পনা রয়েছে।’

পোলান্ডের আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও; রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের ইস্যুতে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি রাশিয়া।

ইএ