গাজায় ত্রাণকেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন মার্কিন দূত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ | ছবি: সংগৃহীত
0

ইসরাইলি হামলার মধ্যেই গাজার জিএইচএফ খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আজ (শুক্রবার, ১ আগস্ট) তিনি গাজায় ত্রাণকেন্দ্র পরিদর্শনে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

প্রেস সেক্রেটারি লিভিট জানান, ইসরাইল সফরে থাকা অবস্থায় স্টিভ উইটকফ দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। সেখানে গাজা সংকট, যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।

যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত কিন্তু বিতর্কিত ত্রাণকেন্দ্রগুলোতে এক হাজারের বেশি ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হওয়ার খবরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। সরেজমিনে তা দেখতে ও শুনতে যাবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এসময় তার সঙ্গে থাকবেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। এরইমধ্যে ৮৯ জনই শিশু। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলা ও অপুষ্টিতে গাজায় অন্তত ১৮ হাজার ৫৯২ জন শিশু নিহত হয়েছে। মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার।

এদিকে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে প্রায় ১৪২টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে একমত।

ইএ