প্রেস সেক্রেটারি লিভিট জানান, ইসরাইল সফরে থাকা অবস্থায় স্টিভ উইটকফ দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। সেখানে গাজা সংকট, যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত কিন্তু বিতর্কিত ত্রাণকেন্দ্রগুলোতে এক হাজারের বেশি ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হওয়ার খবরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। সরেজমিনে তা দেখতে ও শুনতে যাবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এসময় তার সঙ্গে থাকবেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। এরইমধ্যে ৮৯ জনই শিশু। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলা ও অপুষ্টিতে গাজায় অন্তত ১৮ হাজার ৫৯২ জন শিশু নিহত হয়েছে। মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার।
এদিকে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে প্রায় ১৪২টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে একমত।





