ওয়াক্‌ফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত

0

বিতর্কিত মুসলিম ওয়াক্‌ফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন স্থান। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল হয়েছে।

এ সময় বিলের কপি ছিড়ে প্রতিবাদ জানান ন্যাশনাল কনফারেন্সের বিধায়কেরা। পরে তারা ওয়াক্ফ আইন নিয়ে আলোচনার জন্য প্রশ্নোত্তর পর্ব স্থগিত করার প্রস্তাব করেন।

ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও স্বতন্ত্র বিধায়করা কালো ব্যাজ পরে বিভিন্ন স্লোগান দেন বিধানসভার ভেতরে।

বিশৃঙ্খলার মুখে ১৫ মিনিটের জন্য সংসদ মুলতবি করেন স্পিকার। এদিকে, মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাজধানী ইম্ফলে বিক্ষোভে নামেন শত শত মুসলিম জনগোষ্ঠী।

ইএ