এক বাগানে ১ হাজার ৬০০ বেশি জাতের ৭০ লাখ ফুল। টিউলিপ, ড্যাফোডিল, হায়াসিন্থস- কী নেই সেখানে! মাত্র আট সপ্তাহ খোলা থাকবে বসন্তে বিশ্বের সবচেয়ে সুন্দর ফুলের বাগানটি। তাই ফুলের সুবাস নিতে হুমড়ি খেয়ে পড়ছেন লাখ লাখ দর্শনার্থী।