কামানের গোলা ছুঁড়ে মালয়েশিয়ার যে অঞ্চলে ঈদ উদযাপন

বিদেশে এখন
0

কামানের গোলা ছুঁড়ে ঈদ উদযাপনে মেতেছে মালয়েশিয়ার তালাং গ্রামের বাসিন্দারা। আধুনিক সভ্যতার মাঝেও ৮৮ বছর ধরে প্রতিবছরই এভাবেই ঈদে আনন্দে মেতে থাকেন গ্রামবাসী। রীতি অনুযায়ী ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে ৮০টি কামানের গোলা ছুঁড়ে শুরু হয় উৎসবের।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত মেরিয়াম তালাং গ্রাম। পরিবার-পরিজন নিয়ে ঈদ জামাত শেষে ঈদ উদযাপনে মেতেছেন বাসিন্দারা।

গ্রামটিতে ঈদের এই আনন্দ বাড়তি মাত্রা পেয়েছে চাঁদরাতে। ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে ঐতিহ্য ও রীতি মেনে ছোড়া হয় ৮০টি কামানের গোলা।

বাসিন্দারা জানান, উৎসব প্রাণবন্ত করতেই প্রতিবছর চলে এই আয়োজন। একসময় বাঁশ দিয়ে তৈরি কামান ব্যবহার করা হলেও আধুনিকযুগে ব্যবহার হচ্ছে ইস্পাতের সংস্করণ। যুগ যুগ ধরে টিকে থাকবে কামান দিয়ে গোলা নিক্ষেপেরে এই ঐতিহ্য এমন প্রত্যাশাই তাদের।

গোলা নিক্ষেপের এই ঐতিহ্য ১৯৩৭ সাল থেকে শুরু, যা আজও অব্যাহত রয়েছে। গ্রামের সমস্ত তরুণ প্রজন্ম এই ঐতিহ্য ধরে রাখার জন্য একসাথে কাজ করে। সবাই সত্যিই উত্তেজিত কারণ এটি বছরে একবারই ঘটে। ঈদের আগে গোলা নিক্ষেপের এই ঐতিহ্য সত্যিই সংরক্ষণ করা উচিত।

মালয়েশিয়ায় মেরিয়াম তালাং নামে কামানের গোলাগুলির ঐতিহ্য শুরু হয় ১৯৩৭ সালে। প্রাচীনকালে বনাঞ্চলে ঘেরা গ্রামটিতে বন্য প্রাণীদের ভয় দেখানোর জন্য ব্যবহৃত হতো এই পদ্ধতি।

ইএ