যুক্তরাজ্যে খালিস্তানিদের বিক্ষোভের মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে খালিস্তানিদের বিক্ষোভের মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর | এখন
0

যুক্তরাজ্যে সফরে গিয়ে স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিদের বিক্ষোভের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় তার ওপর হামলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ওঠে এসেছে এমন তথ্য। ইতোমধ্যে এস জয়শঙ্করের ওপর হামলা চেষ্টার ফুটেজও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এটিকে নিরাপত্তা লঙ্ঘনজনিত উসকানিমূলক কর্মকাণ্ড আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মূলত বুধবার (৫ মার্চ) রাতে লন্ডনে চ্যাথাম হাউজ থিংক ট্যাংকের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

এসময় জয়শঙ্করের কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন ক্ষুব্ধ খালিস্তানিরা। এমনকি ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা।

ইএ