গ্রিসে ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ

বিদেশে এখন
0

২০২৩ সালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫৭ জনের মৃত্যুর প্রতিবাদে গ্রিসে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পার্লামেন্টে এই বিক্ষোভে অংশ নেয় দেশের শত শত মানুষ। এসময় বিক্ষুব্ধ হয়ে এথেন্সে আবর্জনার ভাগাড়ে আগুন ধরিয়ে দেন তারা।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত হয়।

সাধারণ মানুষের দাবি, দুই বছর পরও সেই দুর্ঘটনার নেপথ্যের কারণ জানতে পারেননি তারা। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি গ্রিসের মধ্যাঞ্চলে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়ে অর্ধ শতাধিক মানুষের প্রাণ যায়।

এই দুর্ঘটনার জন্য বরাবরই দেশের অবকাঠামো দুর্বলতাকে দায়ী করছেন সাধারণ।

ইএ