স্কুল, শরণার্থী শিবির, হাসপাতাল আর ধর্মীয় উপাসনালয়ে ৩৫ বার হামলা হয়েছে। বিমান হামলা হয়েছে মাগওয়ে, সাগাইং, মান্দালয়, তানিনথারি অঞ্চলের পাশাপাশি রাখাইন, কাচিন, শান, মন আর কারেন্নি রাজ্যে।
গেলো ৪ বছর ধরে সেনাশাসিত জান্তা সরকারের সহিংসতার কবলে মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ। সরকারবিরোধী বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীর কারণে অনেক স্থানেই কোণঠাসা জান্তা সরকার।