রোমে বেলুন উৎসব ইউফোরিয়া, রঙিন আলোয় মুগ্ধ দর্শক

বিদেশে এখন
0

জমকালো আয়োজনে ইতালির রাজধানী রোমের মিউজিয়ামে চলছে বেলুন নিয়ে অনন্য এক প্রদর্শনী। যার নাম দেয়া হয়েছে ইউফোরিয়া। রঙ বেরঙের বেলুন আর আলোর ঝলকানির শিল্পকর্মে মুগ্ধ দর্শনার্থীরা। বেলুনপ্রেমীদের জন্য উৎসব চলবে আরো দেড় মাস।

এ যেন কল্পনা ও শিল্পকর্মের মনোমুগ্ধকর এক ভুবন। বাতাসে হাজারো বেলুনের উড়াউড়ি, হাতের স্পর্শে যেন প্রিয়জনের কোমলতা, স্নিগ্ধতা ও চুলের শীতল আবেশে লেপটে থাকা।

ইতালির রাজধানী রোমের বেলুন জাদুঘরে দেখা মিলবে আলো, প্রেম ভালোবাসার এই জগৎ। যেখানে ক্ষণিকের জন্য খুঁজে পাবেন বেলুন দিয়ে তৈরি অসাধারণ সব শিল্পকর্মের সখ্যতা।

হাজারও বেলুনের সমুদ্রে ডুব দেয়ার পাশাপাশি উপভোগ করা যাবে রঙ বেরঙের বর্ণিল আলোকছটা। তরুণ তরুণীদের পাশাপাশি জাদুঘরের নান্দনিক শিল্পকর্মে বুঁদ শিশুরাও।

দর্শনার্থীদের একজন বলেন, ‘প্রদর্শনীটি সত্যিই মজার, এটি দুর্দান্ত। শিল্পীরা তাদের কাজের মাধ্যমে বিভিন্ন থিমগুলো সাজিয়ে তুলেছেন। বেলুনের সমুদ্রে ডুব দেয়া ভিন্নরকম এক অভিজ্ঞতা, যা মিস করা উচিত নয়।’

আরেকজন বলেন, ‘আমরা শৈল্পিক এবং সৃজনশীল অভিজ্ঞতা খুঁজে বের করার চেষ্টা করছি। সত্যিই এটি উপভোগ করেছি। সান লরেঞ্জোর স্থাপনাটিও আশ্চর্যজনক ছিল, উপর থেকে আলো নেমে আসছিল। আপনি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারেন। ভিতরে একটি রেলিংও রয়েছে যেখানে আপনি শুয়ে থাকতে পারেন, যা সত্যিই চমৎকার।’

প্রদর্শনীটি শিশু এবং প্রাপ্তবয়স্ক সবাই উপভোগ করতে পারছেন। শিশুরা মজার অভিজ্ঞতার পাশাপাশি শিল্প ও সংস্কৃতির সৌন্দর্য বুঝতে পারছে।

আগামী ৩০ মার্চ পর্যন্ত রোমের এই বেলুন জাদুঘরের অসাধারণ সব শিল্পকর্ম উপভোগের মাধ্যমে নিজেদের রাঙিয়ে তুলতে পারবেন দর্শনার্থীরা।

ইএ