গুয়াতেমালায় যাত্রীবাহী বাস খাদে, নিহত অন্তত ৫১

বিদেশে এখন
0

মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ৫১ জন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী গুয়াতেমালা শহরে এ দুর্ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। যাত্রীবাহী বাসটি সান অগাস্টিন শহর থেকে গুয়াতেমালা শহরের দিকে আসছিলে। সেসময় শহরটির ব্যস্ততম সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি।

পড়ে হাইওয়ে সড়ক থেকে ২০ মিটার নিচে খাঁদে পড়ে যায় এট। সেখানকার পানি অত্যন্ত দূষিত হওয়ায় শ্বাস-বন্ধ হয়ে ঘটনাস্থলেই পানিতে ডুবে বাসের সবাই মারা যান বলে জানায় বলে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় দেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেন গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো।

ইএ

BREAKING
NEWS
3