যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় কমানোর দায়িত্ব দেয়া হয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির প্রধান ইলন মাস্ককে।
এর ফলে দেশটির লাখো নাগরিকের ব্যক্তিগত ও আর্থিক তথ্য মাস্কের হাতে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন থেকে মাস্ক তার ব্যক্তিগত ও ব্যবসায়ীক স্বার্থ উদ্ধার করছেন।
এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, সরকারের শত কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহার খুঁজে বের করতে মার্কিন জনগণ রিপাবলিকানদের বিজয়ী করেছে। এই কাজে খুবই দক্ষতা ও আন্তরিকতার সাথে সহায়তা করে যাচ্ছেন ইলন মাস্ক।